শব্দ তোমার উৎস কোথায় ?
আনন্দে না উছহাশে ,
নীরব হলে তবুও থাকো
যুক্ত করার উল্লাসে ||
শব্দ তোমার সাহস ভীষণ,
তাক কর ঠিক তলওয়ারে
বিঁধলে জীবন ঘাঁত প্রতিঘাত
অনন্ত কাল বিহভ্লে ||
শব্দ , তুমি বিভিন্ন রাত,
একলা জাগা একসাথে,
মাত্রা হারায় সহস্র বার,
থাকতে তোমার চারপাশে ||