কোনটাকে যে সত্যি বলি,
কোনটাকে যে রাত,
কোনটা কখন থমকে দাঁড়ায়,
আটকে লোলুপ হাত ||
কোনটা কখন চুপটি করে,
আলতো আদর ঢং,
কোনটা আবার দূরের সুরে,
মেলায় তাসের রঙ ||
কোনটা আবার আস্তে করে ,
পাশে বসায় রোজ,
কল্পনাটার চোখের রেখায়,
খুঁজছে জীবন রোজ ||
কোনটাকে যে সত্যি বলি,
কোনটাকে যে রাত,
কোনটা কখন থমকে দাঁড়ায়,
আটকে লোলুপ হাত ||
কোনটা কখন চুপটি করে,
আলতো আদর ঢং,
কোনটা আবার দূরের সুরে,
মেলায় তাসের রঙ ||
কোনটা আবার আস্তে করে ,
পাশে বসায় রোজ,
কল্পনাটার চোখের রেখায়,
খুঁজছে জীবন রোজ ||
No comments yet.
Leave a Reply